শেখ নাসির উদ্দিন, খুলনা || দেশের চলমান সমাজ ব্যবস্থাপনা, অপসংস্কৃতি থেকে কোমলমতি শিশুদের বাঁচাতে হলে অবশ্যই ইসলামী মূল্যবোধের আলোকে সন্তানদের গড়ে তুলতে হবে। আর সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। আবহমান কাল ধরেই নৈতিক মূল্যবোধ তৈরির কাজ করে যাচ্ছে মাদ্রাসাগুলো। কোরআন হাদিসের শিক্ষাই আলোকিত মানুষ হলে দুনিয়া ও আখেরাতের কল্যাণ সম্ভব।
তানযীমুল উম্মাহ মাদ্রাসা খুলনা শাখার প্রি হিফয ও ইবতেদায়ি সেকশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
আজ শনিবার (২২ জুলাই ) খুলনার নিরালার তালুকদার কমিউনিটি সেন্টারে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এম এম রবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আ খ ম জাকারিয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর হাফেয ড. আমিনুল ইসলাম।
দ্বিতীয় পর্বে রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক ও খুলনা জোনের ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ মাদ্রাসা খুলনা শাখা সমূহের পরিচালনা কমিটির সদস্য কাজি আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নিরালা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল মমিন, আরিফুল ইসলাম ভূঁইয়া, আরিফ উল্লাহ, আজমল হুসাইন, আব্দুস শাকুর বাদশা, ইমরান খালিদ প্রমুখ।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ উপহারসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ছাড়াও স্থানীয় আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাতসহ ইসলামী সংগীত ও কেরাত পরিবেশিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।