মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা এলাকায় মোরশেদা ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভাশীষ বিশ্বাস সহ সংশ্লিষ্টরা এ অভিযান পরিচালনা করেন। নড়াইল জেলার সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন জানান, জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সমন্বয়ে মোরশেদা ক্লিনিকে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে গত ৮ জুলাই লোহাগড়া উপজেলার আলা মুনশির মোড় এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দৃষ্টিকোণ চক্ষু হাসপাতাল-৩ এবং লক্ষীপাশা এলাকার সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। নিবন্ধন ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।