পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুরে উপজেলা সাহিত্য মেলার শুভ উদ্বোধন করলেন, নবাগত যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
কেশবপুরর আবু সারাফ সাদেক অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমির সমন্বয়ে, কেশবপুর উপজেলা প্রশাসকের বাস্তবায়নে, যশোর জেলা প্রশাসকের সহযোগিতায় দুই দিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, কেশবপুরের মানুষকে সাহিত্য মননশীল হিসাবে গড়ে তুলতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন-এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক কর্মী উজ্জ্বল ব্যানার্জী-এর সঞ্চালনায় সাহিত্য মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান।
বক্তা ছিলেন, বাংলা একাডেমী কর্তৃক পুরষ্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন, বিশেষ অতিথি ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোছাঃ সুস্মিতা ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম মোড়ল।
এরপর কেশবপুর উপজেলার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ের উপর প্রবন্ধ পাট ও আলোচনা সভায় প্রবন্ধ পাঠ করেন, সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির পরিচালক, কবি ও সাহিত্যিক খন্দকার খসরু পারভেজ।
সন্মানিত আলোচক ছিলেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের (বাসাসেস) চেয়ারম্যান মহম্মদ শফি, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ,টি, এম বদরুজ্জামান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জাম, চুকনগর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাশেম আলী ফকির, পাঁজিয়া সাম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক তাপস মজুমদার, মধুসূদন একাডেমির উপ-পরিচালক, কবি ও সাহিত্যিক মকবুল মাহফুজ প্রমূখ। প্রীতি ভোজের পরে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।