এস.এম.শামীম দিঘলিয়া খুলনা || দিঘলিয়া উপজেলার বাতিভিটা ১নং ওয়ার্ড এলাকায় জমি সংক্রান্ত জেরে দুই নারীকে মারধরের অভিযোগে দিঘলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।
উক্ত অভিযোগের সূত্রে জানা যায়,জমিজমা সংক্রান্ত জের ধরে গত ২৫/৭/২৩ ইং বাতিভিটা এলাকার বাসিন্দা আলমগীর শেখ এর স্ত্রী নাসিমা বেগম (৫৫) ও নাসিমা বেগমের ভাগ্নে বধূ পাখি বেগম (২৬)কে একই এলাকার বাসিন্দা মালেক মোল্লার পুত্র ১। মাসুম মোল্লা (৩২) ২। লিটন মোল্লা (৩৫) বেধড়ক মারধর করে।
উক্ত অভিযোগে বাদী নাসিমা বেগম উল্লেখ করেন যে গত ২৫/৭/২৩ ইং দুপুর আড়াইটার দিকে বাতিভিটা গ্রামস্থ তার নিজ বসত বাড়িতে ১নং ও ২নং বিবাদী তার স্বামীর পৈত্রিক সম্পত্তির উপর গিয়ে জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে সিমেন্টের পাকা পিলার বসাতে যায়।এসময় নাসিমা বেগম উক্ত পিলার বসাতে বাঁধা প্রদান করলে বিবাদী ২ জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কিল ঘুষি মারে।
এ সময় নাসিমা বেগমের ডাক চিৎকারে তার ভাগ্নে বধু পাখি বেগম ছুটে এসে নাসিমা বেগমকে মারধর করতে বাঁধা দিতে গেলে বিবাদী ২ জন পাখি বেগমকে ও এলো কথারই কিল ঘুষি মেরে আহত করে।
অভিযোগে নাসিমা বেগম আরো উল্লেখ করেন যে বাতিভিটা মৌজার ৪০ শতাংশ ভিটাবাড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত উক্ত বিবাদীদের সাথে তাদের বিরোধ চলে আসছিল,এবং বিগত ৬ মাস পূর্বে নাসিমা বেগম এর বড় ভাসূর আ:লতিফ শেখ (৬২) খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে
ফৌ:কা:বি:১৪৪/১৪৫ ধারার বিধানে একটি মামলা দায়ের করে,মামলা নং-এম পি-৫৪/ ২০২৩,যে মামলা এখনো সমাধান হয়নি। এবং নাসিমা বেগম ও পাখি বেগম আহত অবস্থায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা শেষে দিঘলিয়া থানায় এ অভিযোগ দায়ের করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।