মেহেদী হাসান নয়ন,বাগেরহাট || “মাদককে রুখব বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব “এই প্রতিপাদ্যে সামনে রেখে বাগেরহাটে জেলা প্রশাসক কার্যালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে। পরে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কে এম আরিফুল হক, সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহমেদ,বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোঃ বুলু শেখ সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।