এস.এম.শামীম দিঘলিয়া খুলনা || দিঘলিয়া উপজেলার সেনহাটি চন্দনীমহল গোলদার পাড়া এলাকার বাসিন্দা নব মুসলিম মো:আ:করিম (৩০) এর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা মৃত: আজগার আলী দারোয়ান এর পুত্র মো: আসলাম (৪৮) এর বিরুদ্ধে।
এবিষয়ে নব মুসলিম মো: আ:করিম বাদি হয় দিঘলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।অভিযোগে তিনি উল্লেখ করেন,যে আ:করিম বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকার কানাই বিশ্বাসের পুত্র।তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে এবং বিবাদী আসলাম শেখ এর সাথে বাগেরহাট জেলায় তার পরিচয় গড়ে ওঠে।একপর্যায়ে আসলাম শেখ আ:করিমকে ভালো চাকরি দেওয়ার কথা বলে দিঘলিয়া থানাধীন চন্দনীমহল এলাকায় তার নিজ বাড়িতে নিয়ে আসে।এবং আসলাম শেখ তার ব্যাবসার কথা বলে আ:করিম এর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা নেয়।
এবং আ: করিমকে প্রতিমাসে ১২ হাজার টাকা বেতন দেওয়ার কথা ও বলেন কিন্তু দীর্ঘ ৬ মাসে আসলাম শেখ একটি টাকা ও দেয়নি উল্টো আ: করিম এর কাছ থেকে তার সংসার ও ব্যাবসার কথা বলে আরো ৪২ হাজার টাকা কৌশলে নেন।পরবর্তীতে যখন মো:আ:করিম বুঝতে পারে যে আসলাম একজন প্রতারক।তখন আ:করিম আসলাম শেখ এর বাড়ি থেকে বের হয়ে যায়।এবং তার কাছ থেকে নেওয়া টাকা ও তার ৬ মাস এর বেতনের টাকা চাইতে গেলে আসলাম শেখ আজ নয় কাল এভাবেই ঘুরাইতে থাকে। একপর্যায়ে গত ২৪/৭/২৩ ইং সকাল ১০টায় নব মুসলিম আ:করিম আসলাম শেখ এর বাড়ি তার পাওনা টাকা চাইতে গেলে আসলাম শেখ তাকে তার ধর্ম নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং টাকা দিতে অস্বীকার করে। একপর্যায়ে নিরুপায় হয়ে গতকাল নব মুসলিম আব্দুল করিম দিঘলিয়া থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।