এস এম মাসুম বিল্লাহ || আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোর স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহনে খুলনায় সম্প্রীতি বজায় রাখা এবং অবাধ, শুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সম্বন্নয় সভা করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। খুলনার সিভিল সোসাইটি, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও তরুণ সমাজের একাংশের অংশগ্রহণে সকাল ১১ টায় খুলনার হোটেল ওয়েস্টার্ণ ইন এর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ তাদের আলোচনায় দেশের বিরাজমান রাজনৈতিক দুরাবস্থা এবং ভয়াবহতার কথা তুলে ধরেন। অতীতে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোর অবস্থা এবং পারম্পারিক সম্প্রীতির কথাও আলোচনায় উঠে আসে। কথা প্রসঙ্গে অনেক রাজনীতিবিদ নিজের দল সহ অন্য দলের কিছু সংখ্যক অতি উৎসাহী উশৃঙ্খল ব্যক্তিদের হীন কর্মকান্ডকে তুলে ধরেন এবং ঘৃণা প্রকাশ করেন।
রাজনীতিকে ব্যক্তি স্বার্থে এবং বানিজ্যিকীকরণ করে তোলা হয়েছে উল্লেখ করে উপস্থিত সুধী সমাজ এহেন অবস্থা থেকে উত্তরোণের জন্য রাজনৈতিক নের্তৃবৃন্দের স্বচিচ্ছা এবং ইতিবাচক রাজনীতির মানসিকতা অনুশীলন আশু প্রয়োজন বলে উল্লেখ করেন।
মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ),খুলনা এর আহ্বায়ক (ভারপ্রাপ্ত) জোবায়ের আহম্মেদ খান জবা’র সভাপতিত্বে উক্ত সভায় সিনিয়র সিটিজেন হিসেবে বক্তব্য প্রদান করেন প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী উপস্থিত ব্যক্তিবর্গের মতামত এবং পরামর্শকে মূল্যায়ন করেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। সম্বন্নয় সভা টি সঞ্চালনা করেন ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল,খুলনা রিজিওন এর ম্যানেজার রুবায়েত হাসান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।