জহিরুল ইসলাম রাতুল || নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এনটিটিএফ কর্তৃক করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় খুলনা জেলা শিশু একাডেমিতে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অপূর্ব হোসেন তাজ ন্যাশনাল চিল্ড্রেন ট্রাস্ট কোর্স এর খুলনা প্রতিনিধি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শেখ ওহিদুল আলম ,সহকারি তথ্য কর্মকর্তা জেলা তথ্য অফিস মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা সমাজসেবা কার্যালয় সমাজসেবা অফিসার (রেজি:) শায়লা ইরিন,খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনাহেনা, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিপি বিশ্বাস ,ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের এসআই শরীফাতুন্নেসা।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তাইবা ইসলাম। অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের গৃহীত পরিকল্পনা ও নীতিমালা সম্পর্কে আলোচনা করেন এবং যেকোনো সমস্যার সম্মুখীন হলে সকল ধরনের সহায়তা দেওয়া হবে বলে আশা ব্যক্ত করেন।একটু অবহিতকরণ সভায় শিশুশ্রম শিশু নির্যাতন বাল্যবিবাহ যৌন নির্যাতন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শ দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে আলিফ রেজা জানান সহিংসতা প্রতিরোধে সকল ধরনের প্রশাসনিক সহায়তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি মূলক বক্তব্য দেন তিনি। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল চিল্ড্রেন ট্রাস্ট ফোর্স খুলনা এর সকল সদস্যবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।