শেখ নাসির উদ্দিন, খুলনা || শিক্ষকরা জাতী গড়ার কারীগর। আদর্শ সমাজ ও আদর্শ প্রজন্ম গড়তে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়। অথচ শিক্ষকরাই আজ অবহেলিত সামাজিক এবং অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার। বিদ্যমান শিক্ষা ব্যবস্থার মাঝে বৈষম্য বজায় রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
শনিবার (৫ আগষ্ট ) সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাব চত্বরে জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইবতেদায়ী মাদ্রাসা সহ সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষার সর্বস্তরের সকল ধর্মের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক এবং মাদ্রাসার শিক্ষার স্বকীয়তা বজায় রাখার দাবিতে খুলনা জেলা ও মহানগর যৌথ উদ্যোগে আয়েজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
জাতীয় শিক্ষক ফোরম খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান এর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোঃ গোলাম মোস্তফা বাঙালী ও জেলা সেক্রেটারি মাওলানা মাহবুবুল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতীয় শিক্ষক ফোরাম শুধু মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ চায়না বরং মাদ্রাসা শিক্ষা ধারায় ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত এবং জেনারেল শিক্ষা ধারায় মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে শিক্ষক ফোরাম ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব ও মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, মুফতী রবিউল ইসলাম রাফে। বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।