পাইকগাছা (খুলনা) প্রতিনিধি || খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ রফিকুল ইসলাম আবারো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। রোববার সকালে খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক সভায় পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান (পিপিএম সেবা) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের হাতে সম্মাননা স্মারক সহ সনদপত্র তুলে দেন।
গত জুলাই মাসের মামলা তদন্ত, পরোয়ানার আসামি গ্রেফতার, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখা সহ সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, এ অর্জন আমাদের থানার সকল অফিসার ও পুলিশ সদস্যদের প্রচেষ্টা ও পাইকগাছা উপজেলা বাসীর সহযোগিতার ফসল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।