জহিরুল ইসলাম রাতুল,খুলনা || পদত্যাগের ঘোষণা দিয়েছেন খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ প্রায় দু’ডজন নেতা ।
সংগঠনের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন গড়ে তোলা, রাজনীতির নামে গতানুগতিক অপরাজনীতি চর্চা ও সাধারণকে দেওয়া প্রতিশ্রুতিভঙ্গের কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষনা দেন তারা ।
গত শনিবার রাতে নিজের ফেসবুক পেজে পদত্যাগের বিষয় নিশ্চিত করেন খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি। পরদিন রবিবার সন্ধায় পদত্যাগের ঘোষনা দেন সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম শিমুল। প্রায় একই সময়ে সাংগঠনিক সম্পাদক রাসেল গাজী ও দপ্তর সম্পাদক মনিরা কাজী আনিশা সাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একযোগে পদত্যাগের ঘোষনা দেন জেলা শাখার ১৬ নেতা ।
এপ্রসঙ্গে পদত্যাগকৃত সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, একের পর এক কেন্দ্রীয় নেতাদের ভূল সিদ্ধান্ত, নীতি ও আদর্শ বিবর্জিত বক্তব্য, সেচ্ছায় বিপথগামী হওয়া এবং দ্বি-খন্ডিত গণঅধিকার পরিষদের ২ মেরুর পথচলা আমাকে নিরাশ করেছে। এসবের জন্য তৃণমূলে কাজ করার পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি বলেন, আজ ছাত্র অধিকার পরিষদের আদর্শের বিচ্যুতি ঘটেছে। ছাত্র সমাজের প্রতি আমাদের প্রতিশ্রুতি আমরাই ভঙ্গ করেছি। যেসব কথা ও কাজের ভিত্তিতে আমরা একত্রিত হয়েছিলাম,মানুষকে আশা দেখিয়েছিলাম তার লেশমাত্র আজ আর বেঁচে নেই। আমরা কখনোই দ্বি-খন্ডিত গণঅধিকার পরিষদ চাইনি। কিন্তু দূর্ভাগ্য ঐক্যবদ্ধ থাকার অনেকগুলো রাস্তা খোলা থাকলেও কয়েকজন কেন্দ্রীয় নেতা হয়তো ঐক্যবদ্ধতা-ই চাননি। তারা দ্বি-খন্ডিত হয়ে সবকিছু নিজের কব্জায় নিয়ে একটি নিয়ন্ত্রিত সংগঠন তৈরি করতে চেয়েছে। বিবেকের তাড়নায় ছাত্র অধিকার পরিষদ থেকে নিজ অধ্যায়ের ইতি টানলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।