শেখ খায়রুল ইসলাম,কপিলমুনি প্রতিনিধি || সমাজের অবহেলিত দলিত জনগোষ্ঠীর মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন আমেরিকা প্রবাসী উত্তম কুমার সাহা ও তার সহধর্মিনী মুনমুন সাহা।”মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা” বাক্যটি আজ সত্যি হলো খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর দলিত জনগোষ্ঠীর ক্ষেত্রে।
সুদূর প্রবাসে থেকেও বাংলাদেশী হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে তাদের সার্বিক দুঃখ দুর্দাশায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রজ্ঞা ফাউন্ডেশনের কর্ণধার আমেরিকা প্রবাসী উত্তম কুমার সাহা।তিনি ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য স্কুল প্রতিষ্ঠান,চাকরির ব্যাবস্থা,কম্বল বিতারন,সুপেয়পানির ব্যাবস্থা,গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান,ভাতার কার্ডের ব্যাবস্থাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
তারই ধারাবাহিকতায় প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে এবার বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করলেন তিনি।অনুষ্ঠান শেষে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন কর্মকর্তা প্রেমানন্দ রায় সহ রাজনৈতিক,সামাজিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন রুপ কুমার দাস।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।