সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক || খুলনার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নাজিবুর রহমান নাজু’র দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার ১২ই আগস্ট সকাল সাড়ে ১১ টায় সকাল উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ চত্বর এবং নিরালা জামে মসজিদে তাঁর নামাজে জানাজা শেষে খুলনা নগরীর বসুপাড়া কবরস্হানে লাশ দফন করা হয়।
জানা গেছে,শেখ নাজিবুর রহমান নাজু দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার সন্ধ্যা ৭.২০ মিনিটে ‘বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়’ঢাকায় চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে দুই পুত্র,এক স্ত্রী ও অসংখ্যা আত্মীস্বজন রেখে যান। উল্লেখ্য গত ১৩ জুলাই থেকে ২ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত ভারতের ভেলোরের সি.এম.সি হাসপাতালে চিকিৎসা নেন এবং ২ আগস্ট দেশে ফিরে‘বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়’-এ চিকিৎসার জন্য ভর্তি হন। আজ শনিবার সকাল ১১টায় লাশবাহী গাড়িতে করে তার মরদেহ ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনা হয়। হাজার হাজার নেতাকর্মী চোখের জলে তাঁকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।জানাজার পূর্বে তাঁর কফিনে দলীয় পতাকা মুড়ে শ্রদ্ধা জানান ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
এ সময়ে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী,খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু,বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য ড. বিশ্বজিৎ চন্দ,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল,বি.এম.এ সালাম ও আলহাজ্ব মোস্তফা কামাল খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকলেচুর রহমান বাবলু,সদস্য আজগর আলী বিশ্বাস তারা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানওয়াজ হোসেন জোয়ার্দার,ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক এস. মৃণাল হাজরা, খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ সরদার, বিমল কৃষ্ণ বাসাক, যুগ্ম সম্পাদক এম.এম সুলতান আহমেদ, দপ্তর সম্পাদক খান আবু বক্কার, সাংগঠনিক সম্পাদক জি.এম ফারুক হোসেন, কাজী আলমগীর হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্যা সোহেল রানা, প্রচার সম্পাদক মোল্যা জাহিদুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক শেখ নুরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শিলা রানী মন্ডল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বিষ্ণু প্রসাদ মল্লিক, সদস্য আছফর হোসেন জোয়াদ্দার,চিত্ত রঞ্জন বালা,উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ,মহিলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) তহমিনা খানম, সাধারণ সম্পাদক হাসনা হেনা, উপজেলা কৃষক লীগের সভাপতি অরিন্দম মল্লিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার খান, সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।