মনির খান,ডুমুরিয়া প্রতিনিধি || গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে ডুমুরিয়া উপজেলার ১নং ধামালিয়া ইউনিয়নের বরুনা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে আবু মুসা গাজী গতকয়েক বছর ধরে নিয়মিত ফিল্ম স্টাইলে নারী,মদ নিয়ে ফুর্তি করতো তার নিজ বাড়িতে।এসব কান্ড কালাপ দেখে তার বড় ভাই মো: আলামিন গাজী বিষয় জানতে পেরে তাকে এসব কাজে বাঁধা সৃষ্টি করে। অভিযুক্ত আবু মুসা গাজী এ বিষয়ে কোন কর্নপাত করেনা।
এসব বিভিন্ন বিষয় নিয়ে তার বড় ভাইয়ের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। আলামিন গাজী’র স্ত্রী নাজমা বেগম ও তার কন্যা ৬ বছরের তানিসাকে বুধবার সন্ধ্যায় বাসায় পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে করতে এক পর্যায় যেয়ে তানিসাকে বটি দিয়ে কুপিয়ে জখম করে। যাহাতে ৬ টি সেলাই লাগে।
এলাকাবাসীর সহযোগিতায় তানিসাকে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তাকে ভার্তি করেন। পরবর্তীতে মো: আলামিন গাজী ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আলামিন গাজী জানান,আমার ভাই আবু মুসা গাজী একজন প্রতারক ও যৌন কর্মীর দালাল। ছোট বেলা থেকেই একজন চরিত্রহীন লম্পট হিসেবে এলাকায় পরিচিত। যে কারণে আমাদের পরিবার ও বাড়ীর আশেপাশের কারোর সাথে সুসম্পর্ক নেই এবং পূর্বেও ছিলনা। কিন্তু দূঃখের বিষয়ে হলো আমার পিতা মৃত রমজান গাজীর পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় বিসিএস ক্যাডার,সাংবাদিক,কবিরাজ পরিচয় দিয়ে মানুষের নিকট থেকে বড় বড় অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এবং বিভিন্ন এলাকায় নারী যৌন কর্মীদের দালালী করে যুবসমাজকে অনৈতিক কাজে জড়িয়ে ফেলছে।
আবার শোনা যায় চুকনগর ও সাতক্ষীরা অঞ্চলে ডাক্তার হিসেবে পরিচিত। তার এসব কাজের একাধিক প্রমান রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালও হয়েছে। আমিসহ এলাকার সর্বসাধারনের দাবি এই লম্পট আবু মুসা গাজী প্রতারককে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।
এর আগে ও প্রতারক আবু মুসা গাজীর নামে অনৈতিক কার্যকলাপ ও প্রতারণা বন্ধ প্রসঙ্গের দাবিতে ১নং ধামালিয়া ইউনিয়ন এ চেয়ারম্যান মো:জহুরুল হক ও একাধিক জনপ্রতিনিধি সহ গণ স্বাক্ষর দেওয়া হয়। ডুমুরিয়া থানায় ২২/০৮/২২ তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। আবু মুসা গাজী অবৈধ অর্থের কাছে অভিযোগ শুধু লিখিত মাত্রা থেকে গেছে।
এ বিষয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।