সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি,খুলনা || ১৫ই আগস্ট~২০২৩ ইংরেজি মঙ্গলবার সারা দেশের ন্যায় খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলায় ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়।
শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে তেরখাদা উপজেলা প্রশাসন,তেরখাদা উপজেলার আওয়ামী লীগ ও তাঁর সকল অঙ্গ সংগঠন,তেরখাদা প্রেসক্লাব,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সরকারী/বেসরকারীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে তেরখাদা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়।
দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,বীর শহীদদের স্মরণে দোয়া প্রার্থনা করে নিরবতা পালন করা।বাঙালি জাতি এই দিনে শোকের দিন হিসাবে পালন করে আসছে।
ইতিহাসের পাতায় ১৫ই আগস্ট কলঙ্কিত কালো অধ্যায়ের দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল এ কলঙ্কিত অধ্যায়।৪৮ বছর আগে এ দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।
বাঙালির মুক্তির মহানায়ক স্বাধীনতা সংগ্রাম শেষে যখন বিধ্বস্ত দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চেয়েছিলেন তখনই ঘটানো হয় ইতিহাসের নির্মম এ ঘটনা।
দিবসটিতে সমগ্র বাংলাদেশের ন্যায় খুলনা জেলার তেরখাদা উপজেলায় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তেরখাদা উপজেলায় হল রুমে আলোচনা ও দোয়া প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য করেন ১০২,খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শিদী।
আলোচনা ও দোয়া প্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া সুলতানা এ্যানি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন,তেরখাদা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের ,মোঃ বোরহান উদ্দিন আহমেদ,উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি খুলনা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ সভাপতি জাতীয় দৈনিক ইত্তেফাক ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান।এ ছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের অফিসার এ সময় উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।