সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনা ডুমুরিয়া মির্জাপুরে বজ্রপাতে অকাল মৃত্যু হয়েছে সাধন বিশ্বাস(৪৪) নামে এক মৎস চাষীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ১১ নম্বর সদর ইউনিয়নের মীর্জাপুর গ্রামের প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলে বলে স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ বিশ্বাস জানান।
পারিবারিক সূত্রমতে জানা যায়,প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার ১৬ই আগস্ট সকাল ৮টার দিকে খাবার খেয়ে নিজেদের ঘের পরিচর্যার জন্য মীর্জাপুর উত্তর বিলে যায় সাধন বিশ্বাস।দুপুরে বাড়ী ফিরে সকলের সাথে খাবার খাবেন এক কথা বলছিলেন মৃতার স্ত্রী শিবাণী বিশ্বাস ও তার পরিবার পরিবারের লোকজন।
আরো জানা যায়, বেলা ২টার দিকে আকাশ ঘন কালো মেঘ হয়ে বজ্র বৃষ্টি হয়। এ সময় তিনি তার ঘেরে ছিলেন। বেলাপ্রায় ৪টা পর্যন্ত বাড়ী না ফেরায় বড় ভাই সুশান্ত বিশ্বাস তাকে মৎস্য ঘেরে খুঁজতে যায়। দীর্ধক্ষণ খোঁজাখুঁজির পর বিকাল প্রায় ৫টার দিকে ঘেরের পাশে থাকা একটি তেঁতুল গাছের নীচে মৎস্য ঘেরের পানি থেকে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন। এসময় তার সমস্ত শরীরের চামড়া কালো বর্ণের দেখা যায়। বৃষ্ঠির সময় তিনি তেঁতুল গাছের নীচে আশ্রয় নেন বলে ধারণা করা হচ্ছে।ব্যক্তিগত জীবনে তিনি ১ছেলে ও ২মেয়ের জনক।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।