মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি ||পরীক্ষার হল থেকে বের হলে একদল যুবক শিক্ষার্থীদের হাতে দৃষ্টি নন্দন কলম বক্স, ফাইল, স্কেল, সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট ও পরিক্ষার সূচিপত্র দিচ্ছেন তারাও আনন্দের সাথে সে উপহার গুলো নিচ্ছেন। এমন দৃশ্য কয়রা সদরের কপোতাক্ষ মহা বিদ্যালয়ের প্রবেশ মুখে । কাছে গিয়ে জানা যায়,স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ২০০৮ থেকে প্রতিবারের ন্যায় এবারও উপহার হিসাবে কয়রা-পাইগাছার এইচএসসি সকল পরিক্ষার্থীদের জন্য উপহার হিসাবে পাঠিয়েছেন।পরিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে এমপির পক্ষে সেগুলো উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা পরিক্ষার্থীদের হাতে পৌছে দিছেন। পরিক্ষার প্রথম দিন হল থেকে বার হয়েই স্থানীয় এমপির উপহার পেয়ে মহা খুশি কয়রা পাইগাছার ৪ হাজার এইচএসসি পরিক্ষার্থী।
পরিক্ষা দিতে আশা আফরিন সুলতানা বলেন, আমার বাবা নেই। বাবা মারা যাওযার পর এমন উপহার আমাকে মা ছাড়া কেউ দেয়নি। আজ আমার অনেক খুশি লাগছে পরিক্ষা দিয়ে বার হয়ে এমন উপহার পাবো এটা জানা ছিল না।
পরিক্ষার্থী সাব্বির,আলিম আসিফ ইকবল, মনোয়ারসহ একাধিক পরিক্ষার্থী বলেন, এমন উপহার আমাদের লেখা পড়ায় উৎসাহ দেবে। পড়ার প্রতি আগ্রহ বাড়বে। উপহারটিও আমাদের পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্ব পূর্ণ। উপহার পেয়ে আমরা খুবই খুশি।এর আগে কখনও কোন এমপি এভাবে আমাদের উপহার পাঠাননি। তারা এমপি বাবুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অভিভাবক আমেনা সুলতানা বলেন, স্থানীয় সংসদ আক্তারুজ্জামানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যিনি শত ব্যস্ততার মাঝেও পরিক্ষার্থীদের কথা মনে রেখে তাদেরকে শুভ কামনা জানিয়ে উপহার পঠিয়েছেন।
কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেন,এমপি আক্তারুজ্জামান বাবু ভাই কয়রা-পাইকগাছার ৪ হাজার এইচএসসি ও আলিম পরিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী পাঠিয়েছেন আমরা সেগুলো আজ ১ম পরিক্ষা শেষে কয়রা পাইকগাছার সকল পরিক্ষা কেন্দ্রের প্রবেশ পথে থেকে বিতরণ করেছি। মানবিক উপকূল বন্ধু এমপি বাবু ভাই তিনি ২০০৮ এর পর থেকে ধারাবাহিক ভাবে ছাত্র-ছাত্রীদের পড়ার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষা সামগ্রী বিতরন করে আসছেন। এছাড়াও তিনি ছাত্র জিবনে ছাত্রলীগের নেতা থাকা কালিনও ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ ও বিভিন্ন সহযোগিতা করে আসছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।