বাগেরহাট প্রতিনিধি || শোক হোক শক্তি,বই হোক নিত্য সঙ্গী,এসো বই পড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রাখে বাগেরহাটের চিতলমারীতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা প্রয়াত এড.কালিদাস বড়ালের ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কলেজ মিলনায়তনে দুই দিন ব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে।
কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের সহযোগিতায় ও কালেরকন্ঠ শুভসংঘ এবং বড়াল কলেজ সবুজ সাথী সংগঠনের উদ্যোগে এ বই মেলার আয়োজন করা হয়। শনিবার দুপুর ২টায় এ বই মেলার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়।
এ সময় চিতলমারীর দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি কপিল ঘোষ,শুভ সংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি অসীম বিশ্বাস মিলন,বড়াল কলেজ সবুজ সাথী সংগঠনের অন্যতম সংগঠক মাধব ব্রহ্মসহ কলেজের সকল অধ্যাপকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।