এনায়েত করিম রাজিব,বাগেরহাট || বাগেরহাটের মোরেলগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
২১ আগস্ট সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে স্থানীয় এমপির বাসভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মোরেলগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে বাজার চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হয়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আমিরুল আলম মিলনবিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম,এমদাদুল হক, উপজেলা যুবলীগ আহবায়কও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট তাজিনুরহমান পলাশ প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যাসহ আওয়ামী লীগকে নিচিহ্ন করার একটি ষড়যন্ত্র ছিল। ওই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতা কর্মী নিহত ও শতধীক নেতা কর্মী আহত হলেও তাদের পরিকল্পণা সফল হয়নি। বর্তমানে ও বিএনপি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এখন থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান বক্তরা।এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ ও তাঁতীলীগের উপজেলা ও পৌর শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।