কেশবপুর (যশোর) প্রতিনিধি || যশোরের কেশবপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় কেশবপুর শহরের মেসার্স গাজী মটরসের পরিচালক নাসির উদ্দীন গাজীকে ৫ হাজার, মেসার্স ইউনিক এন্টারপ্রাইজের এনামুল হোসেনকে ৫০০ এবং মূল্য তালিকা না থাকায় মেসার্স হায়াত এন্টারপ্রাইজের জিল্লুর রহমানকে ৫০০ ও মেসার্স মুন স্টার এন্টারপ্রাইজের আব্দুস সালামকে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় ওই ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করাসহ মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।