মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের সিংগা গ্রামের একজন বিধবা মহিলার বাড়ি থেকে একটি ছাগল চুরি হয়েছে। ছাগল চুরির পর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ইউসুফের বাড়ি থেকে জবাইকৃত ছাগলের প্রায় ৭ কেজি মাংস উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,সোমবার (২১আগস্ট) গভীর রাতে লোহাগড়া পৌরসভাধীন সিংগা গ্রামের একজন বিধবা মহিলার বাড়ি থেকে আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের একটি ছাগল (খাসী) চুরি হয়।
বিভিন্ন এলাকায় খোঁজ খবরের এক পর্যায়ে মঙ্গলবার (২২আগস্ট) সন্ধ্যায় মৌখিক অভিযোগের ভিত্তিতে লোহাগড়া থানার এ এস আই মিকাইলের নেতৃত্বে একদল পুলিশ সিংগা গ্রামের দক্ষিণ পাড়ার জিলাপি বিক্রেতা ইউসুফের বাড়ি থেকে রান্না করা অবস্থায় ৩ কেজি ও ফ্রিজে থাকা ৭ কেজি ছাগলের মাংস উদ্ধার করেন।
এ ব্যাপারে ইউসুফের স্ত্রীর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমার স্বামী ছাগলের মাংস গত রাতে এনেছেন, কোথা থেকে এনেছেন,সেটা আমি জানিনা।এ বিষয়ে অভিযুক্ত ইউসুফের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি ছাগল চুরির বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন (ওসি) বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে চুরি যাওয়া ছাগলের মাংস উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।