মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলে সপ্তাহব্যাপি (২৩-২৯ আগষ্ট-২০২৩) বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, নড়াইল এর আয়োজনে সপ্তাহব্যাপী এ মেলা অনুষ্টিত হচ্ছে।বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। পরে অতিথিবৃন্দ সরকারি -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ফলদ,বনজও ঔষধী বৃক্ষের স্টল পরিদর্শন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়, সামাজিক বনায়ন জোন নড়াইলের সহকারি বন সংরক্ষক অমিতা মন্ডল,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ গোলাম কবির, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর নড়াইলের সমন্বয়ক শরিফুজ্জামানসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, গনমাধ্যমকর্মি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় সরকারি -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ফলদ,বনজ ও ঔষধী বৃক্ষের মোট ১৪ স্টল খোলা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।