খুলনার খবর || খুলনায় ছাত্রলীগের আরও তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন।
অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন জেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য গাজী অপু, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের গোলদার ও পাইকগাছা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মেহেদি হাসান।
গতকাল বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে ওই তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছেও সুপারিশ পাঠিয়েছেন তারা।
দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যাওয়ার পর খুলনার অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছিলেন। তাদের মধ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনেক নেতা–কর্মী ছিলেন। ওই স্ট্যাটাস দেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা।
গতকাল রাতে ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। সেই সংগঠনে নীতি ও আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারোর স্থান নেই। সম্প্রতি নীতি–আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।