অতনু চৌধুরী রাজু,বাগেরহাট জেলা প্রতিনিধি || খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মৎস ঘেরের কর্মচারী শংকর নগর গ্রামের বাসার হাওলাদারের ছেলে এনামুল (২৬),বেলাই গ্রামের মোতাচ্ছের হাওলাদারের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লগপুর এলাকার সাইদুল রহমানের ছেলে শুকুর (২৫)।
জানা যায়,তারা একটি পালসার মোটরসাইকেল যোগে তেতুলীয়া ব্রিজে পৌঁছালে অপারদিক থেকে আসা অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন এর সিনিয়র স্টেশন অফিসার আরদেস আলী জানান,লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কছে হস্তান্তর করা হয়েছে।
কাটাখালি হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,রামপালের ফয়লা বাজার থেকে মোটর সাইকেলযোগে বেলাই যাবার সময় এ দুর্ঘটনা ঘটে। আইনের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।