নিজস্ব প্রতিবেদক || বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্বদেশ ভাবনা শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৫ শে আগস্ট ২০২৩ শুক্রবার। অনুষ্ঠানটি খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সৃজন সাহিত্য ও সাংস্কৃতিক সংহতি সংগঠনের আহবায়ক কবি এস এম হোসাইন বিল্লাহ সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আজম খান সরকারি কমার্স কলেজ এর অধ্যক্ষ প্রফেসর কার্তিক চন্দ্র মন্ডল,খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডঃ মুহাম্মদ মিজানুর রহমান,সরকারি প্রজনাল কলেজ খুলনা এর বাংলা বিভাগের প্রফেসর শংকর কুমার মল্লিক।
উক্ত অনুষ্ঠানে আলোচকবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৃষ্টিকোণ থেকে স্বদেশের প্রতি ভাবনা ও দেশপ্রেম বিষয়ে বিভিন্ন ধরনের বস্তুনিষ্ঠ বিষয় এ আলোচনা করেন।
আলোচনা সভা পরবর্তী সময়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠী ও বন্ধন সংস্কৃতিক একাডেমী,গীতিচক্র সাংস্কৃতিক একাডেমির শিল্পীবৃন্দসহ বিভিন্ন একাডেমির শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।