মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি || খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক বিরোধী দলীয় হুইপ,জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ শেখ হারুনুর রশীদ বলেছেন,১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকেরা সেদিন শুধু স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ক্ষান্ত হয়নি। তারা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেলকেও বাঁচতে দেয়নি,কি অপরাধ ছিলো তার।
বাংলা ও বাঙ্গলীর কাছে তা আজও অজানা।তবে তাদের অসৎ উদ্দেশ্য একটায় ছিলো বঙ্গবন্ধু পরিবারকে নিচিন্হ করার মধ্যদিয়ে রাষ্ট্রিয় ক্ষমতা দখল করা। বাংলার অপামর জনসাধারণ সেটি বুঝতে পারায় তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখান করেছেন।
আল্লাহর অশেষ রহমাতে সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে থাকায় আজ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এদেশকে উন্নয়নের রোলমডেল করতে সক্ষম হয়েছে। দেশেরে ধারাবাহিক উন্নয়ন দেখে বিএনপি ও তাদের সঙ্গীদের গাত্রদাহ হচ্ছে। যেকারনে নির্বাচনকে নিয়ে নানান ষড়যন্ত্র করে চলেছে।
তিনি আরও বলেন,কোন ষড়যন্ত্রে কাজ হবে না,দেশের সংবিধান অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলার জনগণ শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে ভুল করবে না। উন্নয়নের প্রতিক হিসেবে আওয়ামী লীগের প্রতিক নৌকায় ভোট দেবে।
তিনি সোমবার বটিয়াঘাটা উপজেলার ৩নং গংগারামপুর ইউনিয়ন আওয়ামী লীগ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন।
৩নং গঙ্গা রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সাবেক চেয়ারম্যান শেখ মোঃ হাদি উজ-জামান হাদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তুলসী দাস বিস্বাস ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফরিদ রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাঃ নিমাই চন্দ্র রায়,যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, আইন সম্পাদক এ্যাডঃ নিবকুমার চক্রবর্তী,সদস্য বুলুরানী রায় গাঙ্গুলী,শিউলী সরোয়ার ও জেলা মহিলা আ’লীগনেত্রী সাবিনা ইয়াসমিন। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগনেতা সাবেক চেয়ারম্যান শিবপদ মন্ডল,এ্যাডঃ নিহার রঞ্জন মল্লিক,দেবপ্রসাদ বিস্বাস,এসএম ইউনুস আলী,শেখ রাসেল,ছাত্রলীগনেতা সামিদুর রহমান। শোক সভা শেষে প্রধান অতিথি দূঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।