জহিরুল ইসলাম রাতুল || আজ (২ সেপ্টেম্বর) এসোসিয়েশন অব বিউটি সেলুন ওনার্স এর বাৎসরিক মিলন মেলা ও দিন ব্যাপী ফ্রি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি খুলনা সোনাডাঙ্গা এলাকায় অবস্থিত এম এ বারী রোডের অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অ্যাসোসিয়েশন অফ বিউটি সেলুন ওনার্স এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদিয়ার তাজমীন দোলা,সহ-সভাপতি ওয়াহিদা ইসলাম কাকলি, সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম,সহ-সাধারণ সম্পাদক ফারহানা মিম্মা,কোষাধক্ষ্য সোমা মন্ডল,এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদা আক্তার জাবেদ ছায়া।
উক্ত অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আঞ্জুমান আর আম মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা নাসিব এর সভাপতি ইফতেখার আলী বাবু, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক মোঃ আলী সনি। বাংলাদেশ উইমেন্স চেম্বার অফ কমার্সের কার্যনির্বাহি কমিটির সদস্য মনোয়ারা খাতুন শিউলি।
উক্ত অনুষ্ঠানে সকাল থেকে দিনব্যাপী নেল এক্সটেনশন এর উপরে ফ্রি প্রশিক্ষণ কর্মশালা হয়। পরবর্তীতে কর্মশালা শেষে সার্টিফিকেট এবং ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয় সকল অংশগ্রহণকারীদেরকে। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,অ্যাসোসিয়েশন অফ বিউটি সেলুন ওনার্স এর খুলনা কমিটির,সাধারণ সম্পাদক রোকসানা জাহান, কোষাধক্ষ্য মৌসুমী রশিদ,সহ-সভাপতি শারমিন জাহান জনি,রুমানা ন্যান্সি,সাংগঠনিক সম্পাদক মুক্তা মোস্তফা,প্রচার সম্পাদক মোসাম্মৎ কল্পনা, কার্যকরী সদস্য শাহ রুবা শানু,ফেরদৌসী আক্তার, ফাতেমা খান, খাদিজা আক্তার শান্তা প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।