খুলনার খবর || ৪ দফা দাবিতে দেশ ব্যাপী ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট উপলক্ষে খুলনা জেলার সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সাধারণ শিক্ষার্থীরা ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ (৪ সেপ্টেম্বর) সেমবার খুলনা সিভিল সার্জন অফিসের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা বলেন, অচিরেই ইন্টার্নশিপ বহাল সহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন সহ ৪ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ম্যাটস শিক্ষার্থীরা।
এর আগে ম্যাটস শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি খুলনা সদর হাসপাতাল থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে খুলনা সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।