খুলনার খবর// জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফিচার।মেটা ঘোষণা করেছে যে,ফেসবুক মেসেঞ্জারের জন্য তারা চালু করতে চলেছে নতুন এন্ড-টু-এন্ড এনক্রিপশন।
ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট এবং কলের ক্ষেত্রে চালু করা হবে এই এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সিকিউরিটি ফিচার,যা এতদিন ধরে চালু ছিল শুধুমাত্র কিছু সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য। এখন এই এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার চালু করা হবে সব ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীর জন্য।
ফেসবুক মেসেঞ্জারে আরো ফিচার রয়েছে এর মধ্যে অন্যতম একটি হল স্ক্রিনশট ওয়ার্নিং ফিচার। এর মাধ্যমে ফেসবুকের মেসেঞ্জারের এন্ড-টু-এন্ড এনক্রিপশন চ্যাটের স্ক্রিনশট নেওয়া যাবে না। ফেসবুক মেসেঞ্জারের স্ক্রিনশট ওয়ার্নিং ফিচারের মাধ্যমে ইউজারদের নোটিফিকেশন করা হবে চ্যাটের স্ক্রিনশট নেওয়া হলে। এ ছাড়াও ফেসবুক মেসেঞ্জারের এন্ড-টু-এন্ড এনক্রিপশন চ্যাট ছাড়াও অন্যান্য চ্যাটের ক্ষেত্রেও নতুন কিছু ফিচার চালু করা হতে পারে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট কোনও মেসেজে বিভিন্ন ধরনের জিআইএফ, স্টিকার, রিয়্যাকশন, রিপ্লাই ইত্যাদির অপশন।
ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচার ব্যবহার করা যাবে নির্দিষ্ট কোনও চ্যাটের ক্ষেত্রে।তাছাড়া ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচার ব্যবহার করা যাবে গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও। এ ছাড়াও ফেসবুক মেসেঞ্জারের এন্ড-টু-এন্ড এনক্রিপশন চ্যাটের ক্ষেত্রে দেখা যাবে ভেরিফায়েড ব্যাজের অপশন। এর ফলে ইউজাররা বুঝতে পারবেন, কোনটি অথেন্টিক অ্যাকাউন্ট এবং কোনটি ফেক।
এ ছাড়াও ফেসবুকের মেসেঞ্জারের ক্ষেত্রে ইউজাররা তাদের গ্যালারি থেকে ফটো এবং ভিডিও সেন্ড করার আগে সেটি এডিট করতে পারবেন।এর মধ্যে রয়েছে টেক্সট যুক্ত করার সুবিধা, ক্রপ করার সুবিধা, বিভিন্ন ধরনের স্টিকার লাগানোর সুবিধা ইত্যাদি। এ ছাড়াও ভিডিওটির অডিও এডিট করার সুবিধাও পাওয়া যাবে ফেসবুক মেসেঞ্জারের নতুন এই ফিচারে।
মুলত মেটা তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক মেসেঞ্জারের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলার জন্য নিয়ে আসছে এই সব নতুন ফিচার। ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের সুবিধার দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের নিরাপত্তার দিকেও নজর দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট যেন সুরক্ষিত থাকে, এর জন্য সকল ব্যবহারকারীর জন্যই চালু করা হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।