মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটা উপজেলা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও জন্মাষ্টমী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা,বটিয়াঘাটা উপজেলা ও পূজা উদযাপন পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ’র আবির্ভাব তিথি উপলক্ষ্যে সনাতনী সম্প্রদায় প্রভাবিত বটিয়াঘাটা উপজেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যরে সাথে উদযাপিত হয়েছে।
সকাল হতে না হতেই সার্ব্বজনীন ও ব্যক্তিগত মন্দিরে ভোগ নিবেদন সহকারে পৃথক পৃথক ব্যানার,ফেষ্টুন,প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র সহকারে মঙ্গল শোভাযাত্রা বের করে।এ সময় গোটা উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ উলুধ্বনিতে থর কম্পন হয়ে ওঠে অশুভ শক্তি।
পৃথক পৃথক শোভাযাত্রায় অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’র সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়াম্যানের প্রেস সচিব,সাহিত্যিক ও কলামিষ্ট সুনীল শুভ রায়,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার,ইউপি চেয়ারম্যান বিধান রায়,বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার,বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়,গৌরাঙ্গ সাহা,দুলাল বালা,দেবপ্রসাদ গোলদার,রঞ্জন মিস্ত্রি,তাপস বালা,অপর্না বিশ্বাস, রাজীব গোলদার,মুকুল দত্ত,মন্ডল প্রমূখ।
শোভাযাত্রা শেষে গভীর রাত পর্যন্ত প্রসাদ ও ভাগবত পাঠ এবং ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় শোভাযাত্রায় আইন শৃঙ্খলা দায়িত্বে ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির’র নেতৃত্বে এক দল পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।