মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে দূর্বৃত্তদের হাতে নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মূর্তজা।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মূর্তজা নিহত কৃষক সুফল বিশ্বাসের কল্যাণপুরের গ্রামের বাড়িতে যান।এ সময় তিনি নিহত সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস,মা দেনতারা বিশ্বাস ও পিতৃ হারা শিশু সন্তান সুদেব বিশ্বাসের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন।
এসময় এমপি মাশরাফি বিন মর্তজা নিহত সুফলের পরিবারের পাশে থাকার অঙ্গিকার পূর্ণঃব্যাক্ত করে বলেন,আমি ক্ষমতায় না থাকলেও আপনাদের পরিবারের পাশে থাকবো। অত্র এলাকার প্রায় ৮’শ সনাতন ধর্মাবলম্বী পরিবার ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হতে হবে। আমরা যেমন থাকবো আপনারাও তেমনি থাকবেন, এদেশের মাটি আপনাদের আমাদের সকলের।
আপনারা নিজেদেরকে কখনো দুর্বল মনে করবেন না। সব সময় আমরা আপনাদের পশে আছি এবং থাকবো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান কামরান আহমেদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন,লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম শিকদার,শিক্ষক ও সমাজ কর্মী শংকর কুমার লস্কর।
এমপি মাশরাফি বিন মূর্তজা এলাকাবাসীর উদ্দেশ্য আরও বলেন,ঘটনা ঘটার পূর্বেই সমাধান চাই। আমরা অশান্তি চাই না। বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা তাতক্ষনিক ভাবে সমাধান করতে হবে। প্রশাসন দিয়ে সব ঘটনার সমাধান সম্ভব নয়। নিজেদেরকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।
তিনি পরিবারের উদ্দেশ্যে বলেন, নিহত সুফলের তিন সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমরা বহন করবো।
উল্লেখ্য,নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে ১৭ আগষ্ট সন্ধ্যায় একদল দুর্বৃত্তদের হাতুড়ি ও লাঠির আঘাতে সুফল বিশ্বাস নিহত হয়। এ ঘটনায় ১৮ আগস্ট নিহতের স্ত্রী সোনা রানী বিশ্বাস চারজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ ঘটনার মূল হোতাদের এখনো আটক করতে পারে নাই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।