আলী আজীম,মোংলা (বাগেরহাট) || নিজস্ব জায়গায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ১নং জেটি সংলগ্ন নদীর পাড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাশফাকুর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ বন্দরের নিজেস্ব জমিতে দখলদাররা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছিল। বন্দরের নিজস্ব জায়গা দখল, অবৈধ স্থাপনা, দোকানপাট গড়ে তোলার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের আওতায় আজ মোংলা বন্দর কর্তৃপক্ষের মোংলা
১নং জেটি সংলগ্ন নদীর পাড় এলাকায় অবৈধ দখলমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানের সময় মোংলা বন্দরের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে সহায়তা করেন মোংলা থানা পুলিশ ও বন্দরের আনসার সদস্যরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।