খুলনার খবর || বোতলের গায়ে ‘অর্গানিক বিডি’র’ লেবেল লাগিয়ে সুন্দরবনের খাঁটি মধু বিক্রি করে আসছিল একটি প্রতারক চক্র।খাঁটি মধুর নামে ভেজাল মধু বিক্রির দায়ে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে ১০৫ কেজি ভেজাল মধু ও মধু তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে।
গতকাল সোমবার দুপুরে নগরীর আড়ংঘাটা থানার সিটি বাইপাস সড়কের আকমানের মোড়ের একটি কারখানায় নকল ও ভেজাল মধু তৈরি করার সময় আশরাফুল ইসলাম রিপন ও শেখ শাহরিয়ার মাসুদ নামে দুইজনকে আটক করা হয়।
কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান সোমবার বিকালে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন।
এ সময়ে আরও জানানো হয়,আকমানের মোড়ের বাইতুশ শরিফ জামে মসজিদের পূর্ব পাশে অপুর টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। আটক দুইজনই সাতক্ষীরা জেলার শ্যামনগরের বাসিন্দা। ঘটনাস্থল থেকে ভেজাল মধু, চিনি সিরা, ২ লিটারের বোতলে রক্ষিত জালানো মধু, ফিটকিরি চূর্ণ, গ্যাসের চুলা, ডিজিটাল পরিমাপক যন্ত্র, কাঁচের তৈরি বোতল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান,এই ভেজাল মধু তৈরির জন্য প্রথমে চিনি, ফিটকিরি, কেমিক্যাল গ্লুকোজ ও অন্যান্য সরঞ্জাম চুলায় ফুটিয়ে নেওয়া হয়। তারপর উক্ত মিশ্রণ ঠাণ্ডা হলে তাতে সামান্য পরিমাণ মধু মেশানো হয় মধুর ফ্লেভার আনার জন্য এরপর ওই মিশ্রণ বোতলজাত করে তার গায়ে ‘অর্গানিক বিডি’র’লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়। এভাবেই তৈরি হয়ে যায় সুন্দরবনের খাঁটি মধু।
আটককৃতদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।