নিউজ ডেস্ক || গতকাল বুধবার বিকেলে ঢাকাস্থ ডাচ (নেদারল্যান্ড) দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ডাচ চার্জ দ্য অ্যাফেয়ার্স টাইস ওয়াস্ট্রার সঙ্গে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় টাইস ওয়াস্ট্রার সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা কর স্টাউটেন এবং রাজনৈতিক ও পাবলিক কূটনীতি বিষয়ক উপদেষ্টা নামিয়া আখতার। এবি পার্টি প্রতিনিধি দলে ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ,সিনিয়র সহকারী সদস্য সচিব আমিনুল ইসলাম এফসিএ এবং এবি পার্টি উইমেন উইং ইনচার্জ ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি।
এবি পার্টি প্রতিনিধিদল ‘দ্বিতীয় প্রজন্মের’ রাজনৈতিক দল হিসাবে এবি পার্টির অন্তর্ভূক্তিমূলক নীতি ও কর্মসূচির নানা দিক তুলে ধরেন। দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার বিষয়ে নেতৃবৃন্দ খোলামেলা আলোচনা করেন এবং একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।