পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের উপজেলার আলতাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদয়ালয়ে মা সমাবেশ,দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৩ এর ফলাফল প্রকাশ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫০টি ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মশিয়ার রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিদয়ালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মিজানুর রহমান।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,কেশবপুর উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়।
বিশেষ অতিথি ছিলেন,কেশবপুর উপজেলার সাবেক পৌর কমিশনার সাংবাদিক ওয়াজদ খান ডব্লিউ,আলতাপোল নিউ নার্সারীর সত্বাধিকারী হোমিও ডাঃ প্রশান্ত দাঁ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সংরক্ষিত ইউপি সদস্য শাহানাজ পারভীন,আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ।
অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন,লাবনী বিশ্বাস,মারুফা বেগম,আসিয়া বেগম, মুক্তা বেগম, মিনুরা খাতুন, মিনারা খাতুন, ফিরোজা খাতুন,আছিয়া খাতুন, রানী বিশ্বাস জেসমিন খাতুন প্রমূখ।
আলতাপোল নিউ নার্সারীর সত্বধিকারী হোমিও ডাঃ প্রশান্ত দাঁ আলতাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদয়ালয়ের শিক্ষার্থীদের জন্য হিমসাগর, আমরুপালি গোবিন্দভোগ, মাল্টা চায়না থ্রি লেবু, কাটিমুন আমসহ বিভিন্ন জাতের ৫০ টি চারা দান করেন। তিনি বলেন,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রতি বছর গাছের চারা দান করে থাকি। চারা প্রয়োজন হলে আমি আরও দিব। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিছুর রহমানসহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা গাছের চারা দানকারী প্রশান্ত দাঁকে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত খুশি হয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয় চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন।
অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক আবু সাঈদ ও পবিত্র গীতা থেকে পাঠ করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জয়া রায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।