মোঃ ইমরান,বটিয়াঘাটা || পাকিস্তানি সেনাবাহিনী ২৮ মার্চ ৭১ বটিয়াঘাটা দখল করে।এরপর থেকে শুরু হয় বটিয়াঘাটা উপজেলা সহ আশ-পাশের এলাকায় স্থানীয় সুযোগ সন্ধানীদের লুটপাট,অগ্নি সংযোগ,ধর্ষণ,হামলা।দখলের মাত্রা দিন দিন বেড়েই চলে।বিশেষ করে খুলনা অঞ্চলের বটিয়াঘাটা উপজেলায় লুণ্ঠনকারীরা ছিলো খান এ সবুরের লোকজন।
তারা ৭১ এর ১৬ সেপ্টেম্বর বটিয়াঘাটা উপজেলার সুরখানি ইউনিয়ন এর গজালিয়া স্লুইসগেট সংলগ্ন গনহত্যা সংগঠিত করে। রাজাকারেরা অভিযান চালিয়ে সকাল থেকে সারাদিন বাড়ি ঘর লুটপাট করে।মুক্তিকামীদের ধরে রাজাকার ক্যাম্পে নিয়ে আসে।রাত ১০টার পর চোখ বেধেঁ পিছনে হাত বেধে এই গজালিয়া স্লুইসগেট গেটের পশ্চিম দিকে খেজুর গাছের পাশে দাড় করিয়ে গুলি করে হত্যা করতো।সেই সময় আনুমানিক ১৫ জন মুক্তিকামী ও সাধারণ মানুষকে তারা হত্যা করে।
এ গনহত্যায় নিহতদের মধ্যে অন্যতম ছিলো সুরখালি ইউনিয়ন এর তৎকালীন আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবদুল ওহাবের পুত্র আবদুল হামিদ সরদার।মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সরদার অন্য মুক্তিযোদ্ধাদের জন্য ১নং জলমা ইউনিয়ন এর সরদার বাড়িতে বোমা তৈরির সহযোগিতা করতেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ এর ছোটো ভাই মুক্তিযোদ্ধা মন্নান সরদার সাংবাদিক ইমরানকে বলেন,আমার বড় ভাই শহিদ বীর মুক্তিযোদ্ধা হামিদ সরদার শবেবরাতে খুলনায় এক সফল অপারেশন শেষ করে বাড়ি আসেন মিলাদ পড়ার জন্য। আমরা সম্রান্ত মুসলিম পরিবার এর সন্তান রাজাকারেরা নিশ্চিত ছিলো হামিদ সরদার বাড়িতে আসবে। রাজাকারেরা আমাদের বাড়ি চারপাশ কড়া নজর দারি করে।আমার ভাই হামিদ সরদার বাড়িতে আসার কিছুক্ষণের মধ্যে ভাই হামিদ সরদারকে তুলে নিয়ে যায়।আমার ভাই সহ আরো অনেককে রাতের আঁধারে নৃশংস ভাবে হত্যা করে গজালিয়া স্লুইসগেটের পানির স্রোতে ভাসিয়ে দেয়।
৭১-এ এরকম এ অঞ্চলের বহু মানুষ সন্মান হারিয়েছে,অনেকে সন্তান হারিয়েছে।কেউবা আবার ভাই,বাবা,স্বামী হারিয়ে তাদের স্মৃতি খুজে ফেরে এই ইতিহাসের স্বাক্ষী গলালিয়া স্লুইসগেটে।বর্তমানে এখানে একটি স্মৃতিফলক আছে যেটা কিনা কিছুটা অবহেলায় পড়ে আছে।এলাকাবাসির দাবি এই স্মৃতিফলকটি সংরক্ষন করে নতুন প্রজন্মকে তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে সাহায্য করে সেদিকে স্থানীয় প্রসাশন নজর দিবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।