নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় লোহাগড়ার মানিকগঞ্জ বাজারে অবস্থিত মধুমতি পাঠাগারের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মধুমতি পাঠাগারের সভাপতি ড. সৈয়দ এমদাদুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহাসিন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার ভুমি আফরিন জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ওয়ালিয়ার রহমান,সরকারি লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি জোসেফ হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী জালাল উদ্দীন, শরশুনা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ কাইয়ুম উদ্দীন,মানিকগন্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মশিউর রহমান, ইমদাদ হজ্জু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শামসুল হক,মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমীর হোসেন,সৈয়দ ইয়াজুল হক,এ্যাড, আমিনুল ইসলাম,কাজী এনায়েত হোসেন, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু,পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর নড়াইলের সমন্বয়ক শরিফুজ্জামানসহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, সনদ ও সন্মানি নগদ অর্থ প্রদান করা হয়। আগামীতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।