সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || ১৯ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা জেলার তেরখাদা এনডিডি ও প্রতিবন্ধী বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান কর্তৃক নিজস্ব উদ্যোগে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি করার জন্য কাভার্ড ভ্যান প্রদান করেন।
এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী যথাক্রমে মোঃ ইমরান খাঁন,মোঃ মুজাহিদুল ইসলাম,মোঃ রাকিবুল ইসলাম,সোনিয়া আক্তার,ময়না ও দিবা সারমিন।পরে তিনি বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে কাভার্ড ভ্যানটি হস্তান্তর করেন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান নিজ উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা প্রদানে কাভার্ড ভ্যান প্রদান করায় বিদ্যালয়ে যোগ হয়েছে নতুন মাত্রা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজামান বলেন,তেরখাদা সদর থেকে বেশ দূরে বিদ্যালয়ের অবস্থান।বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের কোন সুব্যবস্থা নেই। প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিনি নিজস্ব উদ্যোগে ব্যবস্থা করেছেন এ কাভার্ড ভ্যান।তিনি বলেন এখন থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দূরদূরন্ত থেকে অতি সহজে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।