মোঃ ইমরান,বটিয়াঘাটা প্রতিনিধি || “আমাকেও খেলতে দাও” স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার বিকাল সাড়ে তিনটায় বটিয়াঘাটার জলমা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে ইউনিসেফের অর্থায়নে শিশু কিশোর ও কিশোরীদের ক্ষমতায়নের লক্ষ্যে খেলাধুলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলাধুলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ নজরুল ইসলাম,অতিরিক্ত সচিব,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,মোঃ ফজলে ইলাহী উপ সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মোঃ বক্তিয়ার রহমান জেলা ক্রীড়া কর্মকর্তা খুলনা,শেখ নুরুল আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা বটিয়াঘাটা খুলনা,মোঃ আবু বকর সিদ্দিক যুব উন্নয়ন কর্মকর্তা বটিয়াঘাটা খুলনা,ইউনিসেফের প্রতিনিধি দল যথাক্রমে এ্যমা ব্রিগহাম,ডেপুটি রিপ্রেজেন্টেটিভ,ইলিজা কল্পনা,চাইল্ড এডুকেশন,কাউছার হোসাইন খুলনা বিভাগীয় চীফ অফ ফিল্ড অফিস উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান বাস্তবায়নে উপস্থিত ছিলেন,সানজিদা ইসলাম কনসালটেন্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিফেস-ঢাকা শিউলি মোর্শেদা-চাইল্ড প্রটেকশন মবিলাইজার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সকল শিশুকে সমান ভাবে লেখাপড়া ও খেলাধুলা করার সুযোগ তৈরি করে দিতে হবে। ছেলে মেয়ে নিয়ে কোন বৈষম্য তৈরি করা যাবে না মেয়েরা যাতে নিরাপদে ও নিরাপত্তার সাথে খেলাধুলা করতে পারে সে ব্যাপারে প্রশাসনের কাছে দাবি জানান তিনি ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।