খুলনার খবর || খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে বুধবার বিকালে হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ‘Hello KMP’ অ্যাপসের উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন কেএমপি কমিশনার মো মোজাম্মেল হক।
এ সময় তিনি বলেন,মহানগরীর মানুষের জানমালের নিরাপত্তা দিতে সর্বদা সর্বক্ষণ আমরা প্রস্তুত। নিয়মিতভাবে মাদক, জুয়া, দেহ ব্যবসায়ীসহ জঙ্গি-সন্ত্রাসী অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। নগরবাসীদের পুলিশি সেবা সহজীকরণের লক্ষ্যে ‘Hello KMP’ অ্যাপসের উদ্বোধন করা হয়েছে।
এ অ্যাপসটি সহজেই গুগল ‘প্লে স্টোর’ থেকে ডাউনলোড করা যাবে। আগামী এক মাসের অ্যাপসটি এই নগরীর অধিকাংশ নাগরিকের কাছে পৌঁছে যাবে। এতে সহজেই পুলিশি সহযোগিতা পাবেন নগরবাসি।
অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুনসহ ডেপুটি পুলিশ কমিশনার, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।