শরিফুল ইসলাম,খুলনা || খুলনায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া কৃষক ও সাধারণ মানুষেরা।
এদিকে কয়েকদিনের বৃষ্টি আর উজানের ঢলে জেলার নদ-নদীতে পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার চর চরাঞ্চল ও নিম্নঞ্চলের মাঠ ও নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। ফলে আবারও এসব এলাকার মানুষের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকেই থেমে থেমে এবং রবিবার মুষলধারে বৃষ্টি শুরু হয়।বটিয়াঘাটা উপজেলায় তা এখনো অব্যাহত রয়েছে। এর আগে শুক্রবার ও শনিবার এলাকায় বৃষ্টিপাত হয়েছে। দুই দিনে থেমে থেমে চলা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এদিকে মুষলধারে বৃষ্টিপাতে জেলার, হাটবাজার ও রাস্তাঘাট অনেকটা ফাঁকা দেখা যায়। বৃষ্টির কারণে অনেকে ঘর থেকে বাইরে যেতে পারছেন না। অন্যদিকে ড্রেনের ব্যবস্থা নাজেহাল ও পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে খুলনা জেলা ও উপজেলার বেশ কয়েকটি বাজার ও এলাকায়। ফলে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার নিম্ন আয়ের মানুষজন।
রিক্সাচালক মজনু মিয়া জানান,বৃষ্টির কারনে ভাড়া মারতে পারছেন না।বৃষ্টিতে ভিজে রিক্সা চালাতে কষ্ট হয়।
নগরীর বউ বাজার দোকানি জানান,বৃস্টির কারনে ক্রেতার উপস্থিতি অনেক কম।বেচা কেনাও খারাপ।
সঙ্গিতার মোড়ের ব্যবসায়ীরা জানান,কয়েকদিনের বৃস্টিতে নাজেহাল হওয়ার উপক্রম।বেচাকেনা নেই বললেই চলে।রাস্তা ঘাট ফাঁকা।সন্ধ্যার সাথে সাথে রাস্তায় লোক চলাচল কমে যায়।
আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,রংপুর,রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা,খুলনা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে ভারি বৃস্টি/বজ্রবৃস্টি সহ বৃস্টি হতে পারে।সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষনের সম্ভবনা রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।