শেখ খায়রুল ইসলাম পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছার ১৫টি জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের পুকুরে উক্ত পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন।
উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণকালে উপস্থিত ছিলেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস,উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাসসহ অন্যান্যরা।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়,চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় সোমবার ও মঙ্গলবার এ দু’দিনে উপজেলা পরিষদ পুকুর,লস্কর দীঘি,পানি উন্নয়ন বোর্ডের পুকুর,উপজেলার বিভিন্ন সরকারি স্কুল,কলেজ,মাদ্রাসা,মসজিদ ও মন্দিরের পুকুরসহ সর্বোমোট ১৫টা জলাশয়ে মোট ৪শ’ কেজি রুই মাছের পোনা অবমুক্তকরণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।