বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপালে নবী ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে রুপালী দাস (৪৫) নামের এক নারীকে পু্লিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কটুক্তির প্রতিবাদে উপজেলার গৌরম্ভা বাজারে ধর্মপ্রাণ মুসলমানরা এক প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছেন।
বাগেরহাট জেলা পু্লিশ সূত্রে জানা গেছে,রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের গোবিন্দ দাসের স্ত্রী রুপালী দাস গত রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮ টায় গৌরম্ভা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে টিউব ওয়েলে পানি নিতে যান। একই সময়ে একই গ্রামের মৃত মজিবর শেখের স্ত্রী মমিনা বেগম (৭৫) ও পানি নিতে আসেন। ওই সময় রুপালী দাস নবী ও রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তি করেন।ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রুপালীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেন ধর্মপ্রাণ মুসলমান।
খবর পেয়ে রামপাল থানা পু্লিশ গৌরম্ভা ফাড়ির সহায়তায় রুপালীকে হেফাজতে নেয়। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রামপাল থানা অফিসার ইনচার্জ এস,এম,আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে বাগেরহাট মিডিয়া সেলের ইন্সপেক্টর বাবুল আক্তার অভিযুক্ত নারীকে আটক ও আইনগত ব্যাবস্হা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।