খুলনার খবর// বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন শেষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
উদীচী জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরেশ পান্ডের সঞ্চালনায় সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সুখেন রায়, উদীচী কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য ও ঝিনাইদহ সংসদের সভাপতি কে.এম শরিফুল ইসলাম, জাসদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, সংগঠনটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কবির উদ্দীন আহমেদ, শেখ মুহসিন আলী, সংগীত শিল্পী আবু আফফান রোজবাবু প্রমূখ।
এসময় সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।