মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || কয়রায় উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার নিয়োগকে কেন্দ্র করে গত ৬ ও ৭ মে দেশের বেশ কিছু গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।উক্ত সংবাদে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মাহমুদের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর নজরুল ইসলামকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ প্রকাশ পেয়েছে।যা আদৌ সত্য নয়।
সংবাদটি একতরফা এবং ঢালাওভাবে অভিযোগকারী শিক্ষকের বক্তব্য দিয়ে প্রকাশ করা হয়েছে। কোন কোন সংবাদ মাধ্যমে চেয়ারম্যানসহ নিয়োগ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের কোন বক্তব্য ছাপা হয়নি। যা থেকে স্পষ্ট যে সংবাদে শুধুমাত্র অভিযোগকারির বর্ণনাকে প্রকাশ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে মাদ্রাসার নিয়োগে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নজরুল ইসলাম। মাদরাসার নিয়োগ কার্যক্রম সুষ্টু ও সুন্দরভাবে সম্পন্নের পর কর্মকর্তারা চলে যাচ্ছিলেন। পথিমধ্যে মাদ্রাসার সভাপতি ও মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মাহমুদের বাড়িতে তারা যান নাস্তা করতে। এসময় প্রফেসর নজরুল ইসলাম যাতায়াত খরচ এবং নিয়োগ বাবদ ৫ লক্ষ টাকা দাবি করেন। চেয়ারম্যান সেই টাকা দিতে অস্বীকৃতি জানান। এই নিয়ে তার সাথে বাকবিতন্ডা হয়।
প্রফেসর নজরুল ইসলাম পূর্ব থেকে হাই প্রেসার এবং উচ্চ ডায়াবেটিসের রোগী। বাকবিতন্ডার এক পর্যায়ে তিনি অসুস্থ্য বোধ করেন এবং মাথা ঘুরে ঘরের মেঝেতে ধপাস করে পড়ে যান। অবস্থা বেগতিক দেখে চেয়ারম্যান ডাক্তার ডাকেন এবং দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন। এরপর সুস্থ্য হওয়ার পর তিনি টাকা না পেয়ে মারপিটের কল্পিত অভিযোগ করেন। বিষয়টিকে আরো জটিল করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে সেই দিনই আবার রিলিজ নেন। তাহলে একজনকে মারপিট করা হলে কিভাবে তিনি দিনের দিন হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন। বিষয়টি উদ্দেশ্যমূলক তা বলার অপেক্ষা রাখে না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আব্দুল্লাহ আল মাহমুদ,
সভাপতি,(কয়রা উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা) ও চেয়ারম্যান,(মহারাজপুর ইউনিয়ন পরিষদ)।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।