মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি এর ৪ টি সফল অভিযানে ৩৩ বোতল ফেনসিডিল ১১০ বোতল এ্যালকোহল যুক্ত বিয়ার এবং ০৩ বোতল বাংলা মদ উদ্ধারসহ ৫ আসামীকে গ্রেফতার করেছে যশোর ডিবির পুলিশ।
গতকাল (১১ মার্চ) ডিবি যশোরের এসআই মোঃ সোলায়মান আক্কাস, সংগীয় এসআই লিটন কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১১/০৩/২২ তারিখ রাত্র ২১:২০ ঘটিকায় যশোর শার্শা থানাধীন রাড়ীপুকুর গ্রামস্থ মোঃ জাকির হোসেন এর বসত বাড়ীর পশ্চিম পাশে বাগআঁচড়া টু কায়বা পাঁকা রাস্তার উপর হইতে আসামী আসামী (১) মোজাহিদুল ইসলাম (২৩), পিতা- ইয়াকুব কারী, সাং-ইছাপুর, (২) ইমরান হোসেন (২২), পিতা- রবিউল হোসেন, সাং-রুদ্রপুর, উভয়থানা-শার্শা, জেলা-যশোরদ্বয়কে ৩০ (ত্রিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ৯০,০০০/= টাকা।এ সংক্রান্তে এসআই সোলায়মান আক্কাস বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন।এছাড়াও একইদিনে ডিবি যশোরের এসআই মোঃ সোলায়মান আক্কাস, সংগীয় এসআই (নিঃ) লিটন কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকান ও সংগীয় ফোর্স শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১১/০৩/২২ তারিখ রাত্র ২২:৪৫ ঘটিকায় যশোর শার্শা থানাধীন সেতাই সাকিনস্থ জনৈক শাহাবুদ্দিন এর বসত ঘরের পিছনে ফাঁকা জায়গা হইতে আসামী (১) সিরাজুল ইসলাম (৪৪), পিতামৃত – হাতেম আলী, সাং-সেতাই, থানা-শার্শা, জেলা-যশোরকে ০৩ (তিন) বোতল মাদকদ্রব্য ভারতীয় বাংলা মদ সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মালামালের মূল্য ৩,০০০/= টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) লিটন কুমার মন্ডল বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন
আজ শনিবার (১২ মার্চ ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই মোঃ সোলায়মান আক্কাস, সংগীয় এসআই লিটন কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকান ও সংগীয় ফোর্স কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১২/০৩/২২ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন বেজপাড়া নিউ এক্সটেনশন রোডস্থ ধৃত আসামী খান সাবাহ আল আব্দুল্লাহ রাতুল (২৪), পিতা- আব্দুল মান্নান খান এর ৩য় তলা বসত বাড়ির ২য় তলার নিজ শয়ন কক্ষ হইতে আসামী (১) খান সাবাহ আল আব্দুল্লাহ রাতুল (২৪), পিতা-আব্দুল মান্নান খাঁন, সাং- বেজপাড়া নিউ এক্সটেনশন রোড, বাসা নং-৯৫৩, থানা- কোতয়ালী, জেলা-যশোরকে ১১০ (একশত দশ) পিস এ্যালকোহল যুক্ত বিয়ার ক্যান সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ১,১০,০০০/= টাকা। এ সংক্রান্তে এসআই সোলায়মান আক্কাস বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।সর্বশেষে আজ শনিবার (১২ মার্চ ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই রাজেশ কুমার দাশ সংগীয় এসআই মোঃ আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্স কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ভোর ০৫:৩০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন উপশহরস্থ খাজুরা টু নিউমার্কেট গামী সড়কের লাল্টুর ভাতের হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী (১) রবিউল আমীন (৪৪), পিতামৃত- রুহুল আমীন, সাং-নতুন উপশহর, (সেক্টর-৭, প্লট-জি ১০), থানা- কোতয়ালী, জেলা- যশোরকে ০৩ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ আটক করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।