অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি ||
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ সুষ্ঠু-সুন্দরভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে মোংলা থানা পুলিশের আয়োজনে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে মোংলা থানা পুলিশের সভা কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মোংলা থানার আয়োজনে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার।
এসময় বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও মোংলা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উদয় শংকর বিশ্বাস, সহ-সভাপতি মনি মহন অধিকারী ও বিভিন্ন ইউপি সদস্য সহ সকল ইউনিয়নের মন্দির কমিটির ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
এ বছর মোংলা উপজেলায় ৩৩টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।