পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওই কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।