পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুরে আব্বাস-ফজর-দুষ্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী পাঁজিয়া কালিবাড়ি মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। ফাইনালে কেশবপুর নিধি স্পোটিং ক্লাব টাইব্রেকারে ৪-২ গোলে মণিরামপুরের পোড়াডাঙ্গা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
স্বাগত বক্তব্য দেন আব্বাস-ফজর-দুষ্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জাকির হোসেন লাল্টু।উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল।
মনিরামপুরের পোড়াডাঙ্গা ফুটবল একাদেশের খেলোয়াড় উগান্ডার মাইকেল ও নাইজেরিয়ার লিয়ন এবং কেশবপুর নিধি স্পোর্টিং ক্লাবের নাইজেরিয়ান খেলোয়াড় ইভান খেলতে নেমে দর্শকদের হতাশায় ফেলেন।তারা স্থানীয় খেলোয়াড়দের কাছে ধরাশায়ী হয়ে পড়েন। বিশেষ করে মনিরামপুরের পোড়াডাঙ্গার পক্ষে টাইব্রেকারে উগান্ডার মাইকেল গোল করতে না পারায় দল বিপর্যক্ত হয়।
অতিথিবৃন্দ খেলা শেষে খেলায় চ্যাম্পিয়ন দল কেশবপুর নিধি স্পোটিং ক্লাবকে একটি মোটরসাইকেল ও রানার্স আপ মণিরামপুরের পোড়াডাঙ্গা দলকে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ উপহার দেওয়া হয়। ঐতিহ্যবাহী পাঁজিয়া কালিবাড়ি মাঠেখেলা আব্বাস-ফজর- দুষ্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করার জন্য মাঠের চারিদিকে দর্শকদের ছিল পর্যাপ্ত ভিড়।
খেলাটি পরিচালনায় ছিলাম বাফুফের-ইব্রাহীম হোসেন-অভয়নগর(চীপ),ফেরদৌস আহমেদ-যশোর-(সহকারী), আলী ইমরান শান্ত- শার্শা-(সহকারী) ও আব্দুর রাজ্জাক -কেশবপুর-(অফিসিয়াল)।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।