মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা// নড়াইলের লোহাগড়া উপজেলায় শিক্ষা ও মূল্যবোধ বিকাশে গুনীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলার নবগঙ্গা ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ চত্বর মঞ্চে এ সেমিনার অনুষ্ঠিত হয়। নবগঙ্গা ডিগ্রী কলেজের সভাপতি মো. রাশেদুল বাসার ডলারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারি অধ্যাপক (স্বাস্থ্য) ডাক্তার সাহেদা হামিদ। অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন নবগঙ্গা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল আলিম শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় উপসচিব ড. খান মো. মনিরুজ্জামান, শিক্ষা মন্ত্রণালয় প্রশিক্ষণ বিশষজ্ঞ অধ্যাপক এস এম রবিউল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালযের সাবেক উপসচিব কৃষিবিদ শ.ম. আবু তালিব, কুষ্ঠিয়া ইসলামীক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহসান মনজুর এলাহী গ্রীন ভয়েস নড়াইল জেলার সমন্বয়ক সাংবাদিক শরিফুজ্জামান প্রমুখ। এসময় অভিভাবক, সাংবাদিক, শিক্ষার্থীরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আতিয়র রহমান মোল্যা শিক্ষা ও সংস্কৃতি ট্রাষ্টের এবং কলেজে একটি মসজিদের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করা হয়।
বিকালে নবগঙ্গা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।